সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছেন। মঙ্গলবার অনুষ্ঠেয় এই বৈঠকে ইরান প্রসঙ্গই প্রধান আলোচ্য বিষয় হবে। রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে সৌদি প্রিন্স সালমান এসব কথা বলেন।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাতকারে সৌদি আরবের বর্তমান সরকারের বিভিন্ন নীতির কথা তুলে ধরেন যুবরাজ সালমান।
তিনি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অভিন্ন প্রতিদ্বন্দ্বী ইরানই হবে তাদের প্রধান আলোচ্য বিষয়। তবে, সৌদি আরবের সামাজিক পরিবর্তন, ইয়েমেন যুদ্ধ ও কাতারের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনসহ বৈদেশিক নীতি নিয়েও আলোচনা হবে।
সম্প্রতি প্রিন্স সালমান সৌদি আরবে নারী অধিকার সংক্রান্ত অনেক পদক্ষেপ নিয়েছেন। এসব সংস্কারের মধ্যে রয়েছে, নারীদের পোশাক পরিধানের বাধ্যবাধকতার কঠোর নিয়ম কিছুটা শিথিল করা, নারীদের আরো অধিকহারে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা। আর সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
এ বিষয়ে যুবরাজ সালমান বলেন, ‘আমরা মানুষের মাঝে ভেদাভেদ করি না। আমাদের কাছে নারী-পুরুষের পার্থক্য নেই।’
সূত্র: এএফপি
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ২: ৩০ পি.এম ১৯মার্চ,২০১৮সোমবার
কে এইচ