হাজীগঞ্জ

হাজীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(৯ এপ্রিল) সকাল ১১টায় হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

এময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সুনীল দেউড়ি, হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

মেলায় ৮টি স্টলে বিজ্ঞানের বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের তাদের তৈরী বিভিন্ন উপকরণ মেলায় পরিদর্শণ করেন।

মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
৯ এফ্রিল,২০১৯

Share