খুব শিগগিরই পদত্যাগে বাধ্য হবেন নানা কেলেঙ্কারিতে জর্জরিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রভাবশালী সদস্য ডিয়ানে ফিনস্টেইন। সিনেটের জুডিশিয়ারি কমিটির সদস্য ডেমোক্র্যাট দলীয় ডিয়ানে আরও বলেন, তিনি এ ব্যাপারে অনেক কিছুই জানেন তবে তা এখনই বলতে পারছেন না।
মঙ্গলবার (মার্চ ২১) লস এঞ্জেলেস নগরীতে ট্রাম্প বিরোধী এক বিক্ষোভে অংশ নিয়ে এক বিক্ষোভকারীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওই বিক্ষোভকারী ডিয়ানে ফিনস্টেইনকে লক্ষ্য করে বলেন, ট্রাম্পকে ঠেকাতে সিনেট আরও কার্যকরী ভূমিকা নিলো না কেন? এর জবাবে ডিয়ানে বলেন, খুব শিগগিরই তাকে পদত্যাগ করতে হবে এ সম্ভাবনা প্রবল।
ডিয়ানে বলেন, তার রাশিয়ার সঙ্গে গোপন লেনদেন রয়েছে। তিনি অনেক কিছুই করছেন যা অসাংবিধানিক। আমরা অনেকেই বিষয়টিতে নজর রাখছি। আমি মনে করে, তিনি নিজেই পদত্যাগে বাধ্য হবেন। আমি এ ব্যাপারে অনেক কিছুই জানি। কিন্তু তা এখনই বলতে পারছি না।বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়১১:১০ এ.এম, ২২ মার্চ ২০১৭,বুধবার
ইব্রাহীম জুয়েল