আন্তর্জাতিক

ট্রাম্পের ছেলে ব্যারনের করোনা শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর সম্প্রতি সেরে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তাদের ১৪ বছরের ছেলে ব্যারন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। তবে পরবর্তী পরীক্ষায় তারও করোনা নেগেটিভ এসেছে।

মেলানিয়া আরো জানান, বর্তমানে সুস্থ আছে ব্যারন। তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, অল্প সময়ের জন্য ব্যারন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। সে বয়সে তরুণ এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সে কারণে ব্যারনের করোনার সঙ্গে লড়াইয়ের শক্তি রয়েছে।

তিনি আরো বলেন, মানুষ করোনা আক্রান্ত হচ্ছে আবার সুস্থ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের স্কুলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮১ লাখ ৫০ হাজার তিনশ ৮৩ জন এবং মারা গেছে দুই লাখ ২১ হাজার আটশ ৫০ জন।(সূত্র : বিবিসি)

বার্তাকক্ষ, ১৫ অক্টোবর,২০২০;

Share