শিক্ষাঙ্গন

‘ট্রাফিক জ্যামের ভয়ে’ বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি পরিবর্তন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাপ্তাহিক ছুটির নতুন দিন নির্ধারণ করা হয়েছে। ট্রাফিক জ্যামের ভয়ে ডুয়েটের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারের পরিবর্তে এখন থেকে বৃহস্পতিবার ও শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

কামরুন নাহার জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক ঢাকা থেকে যাতায়াত করেন। তাছাড়া অনেক শিক্ষার্থী ডুয়েটে থিসিস করেন। বৃহস্পতিবার ঢাকায় ট্রাফিক জ্যাম বেশি থাকে। ফলে যাতায়াতে বেশ অসুবিধা হয় শিক্ষক, শিক্ষার্থীদের। এ কারণে ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যায়ের সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২১ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share