কুমিল্লার টিক্কারচর এলাকায় বালুবাহী ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটর সাইকেল আরোহী কুমিল্লার আদালতের আইনজীবী সহকারী শামছুল হক মুহুরী(৪২) নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুর আনুমানিক দুইটায় গোমতী নদী তীরবর্তী সড়কের টিক্কারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টিক্কারচর সড়ক হয়ে সামছুল হক তার বাড়ি ফেরার পথে রাস্তার উপরে রাখা বালুর উপর মোটর সাইকেলের চাকা পিছলে তিনি পরে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী থানায় নেয়া হয়েছে। মোটর সাইকেলে শামছুল হক একাই ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার উপর বালু দেখে শামছুল হক তা এড়ানোর চেষ্টা করেন। এসময় তার মোটর সাইকেলের চাকা পিছলে যায়। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২১ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur