চাঁদপুর

চাঁদপুর ট্রাকরোডে আবারো মালামাল ভর্তি ট্রাক আটকা

চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় বেহাল রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম হালিশহর থেকে চাঁদপুর ট্রাকঘাট বান্দরবান টিম্বারের উদ্দেশ্যে আসার সময় গর্তে আটকে যায়।

ঘটনাস্থলে ট্রাকটির চালক আমানুল্লাহ জানায়, ‘চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা করা হয়, ট্রাকটিতে ৮ লাখ টাকার কাঠ রয়েছে।’

স্থানীয় ব্যবসায়ী মনির তালুকদার, সোলায়মান, রিপন খানসহ কয়েকজবন চাঁদপুর টাইমসকে জানায়, এ সড়কটিতে গত দু’মাস ধরে জোয়ারের পানি, ভারি যান চলাচলের কারণ রাস্তাটি দিয়ে পায়ে হেঁটেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’

তারা আরো জানায়, গত দু’মাসে ১০-১২টি ট্রাক মালামালসহ গর্তে আটকে যায়।

সড়কের একাধিক স্থানে ছোট ছোট ডোবার মতো তৈরি হয়ে গেছে। সম্প্রতি বৃষ্টি আর জোয়ারের পানি সেখানে জমেই থাকে। পানি জমে থাকায়, ডোবাগুলোতে কতটুকো গর্ত আছে, তা চালকদের বুঝা দুস্কর হয়ে যায়।

স্থানীয়রা রাস্তাটি দ্রুত সংস্কারে পৌরসভার নিকট দাবি জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে এবং দু’পাশে যানজট লেগে আছে।

চাঁদপুর ট্রাকরোড নিয়ে চাঁদপুর টাইমসের আরেকটি প্রতিবেদন পড়তে ক্লিক/টাচ্…

যান চলাচলের অনুপযোগী চাঁদপুর নিউ ট্রাক রোড : অহরহ দুঘর্টনা

: আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share