চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের পশ্চিম পাশে ডাকাতিয়া নদীতে ট্রলার ডুবে ২ জন নিখোঁজ ও প্রায় ১৫ জন আহত হয়েছে।
জানা যায়,২১ ফেব্রুয়ারি রোববার রাত প্রায় সাড় ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার পাইকদী গ্রাম থেকে একটি যাএীবাহী ট্রলার একই উপজেলার চরমেয়াশা গ্রামের উদ্যোশে ছেড়ে যায়।
ট্রলারটি শাহতলী বাজারের পশ্চিম পাশে আসলে পেছন থেকে আসা দূতগতির বালিবাহী বলগেট ট্রলারের উপর উঠিয়ে দিলে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৫ জন যাএী আহত হয় এবং ২ জন নিখোঁজ হয়।
নিখোঁজরা হলেন ট্রলার চালক মোঃ কুদ্দুস বেপারী (৫২), যাএী পিংকি (৮) বছর।
আহতরা হলেন : রতিশ (৫২) শুকুমার (৪৫) শন্জিত দাস (৩৬)।বাকী আহতদের উদ্ধার করে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
চাঁদপুর করেসপন্ডেট,২২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur