লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলাম,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) মো. মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ৬ জন আহত হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা নদীর মজু চৌধুরীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামি ১২ ডিসেম্বর নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ল²ীপুরে মেঘনা নদীতে ডেজিং কাজ উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর আগমনে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে স্পিট বোর্ড নিয়ে আসার পথে মজুচৌধুরীর হাটের মেঘনার নদীতে ট্রলারের সাথে স্পিটবোটের সংঘর্ষ হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুল ইসলামসহ ৬জন আহত হয়।
আরও পড়ুন- জেলা প্রশাসক সম্মেলন ৫-৭ জানুয়ারি
লক্ষ্মীপুর প্রতিনিধি, ৮ ডিসেম্বর ২০২০