চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাটিভির চাঁদপুর প্রতিনিধি মো.মানিক পাটওয়ারীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ মানিকের কোড়ালিয়া রোডস্থ বাসভবনে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন এবং তার স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন, সিনিয়র সাংবাদিক ও সংগঠনের সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন, মো. হাবিবুর রহমান খান প্রমুখ।
প্রসঙ্গত, ২৩ জানুয়ারি চাঁদপুরের বাকিলা বাজারে বালুবাহি পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহি দুই টিভি সাংবাদিক মো. নেয়ামত হোসেন ও মো. মানিক পাটওয়ারী গুরুতর আহত হন। তাদের দু’জনকে ওইদিনই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকার উত্তরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে গত ৩০ জানুয়ারি বাংলাটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো.মানিক পাটওয়ারী মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর সাংবাদিক একুশে টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মো. নেয়ামত হোসেন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur