৩৬ তম সাউথইস্ট ব্যাংক টেবিল টেনিস টুর্নামেন্টে পটুয়াখালীতে অংশ নিচ্ছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার দল। আগামী ২ সেপ্টেম্বর চাঁদপুর জেলা দলের ৬ সদস্য ওই টুর্নামেন্টে অংশ গ্রহন করবে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে ও সাউথইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সারাদেশ থেকেই বিভিন্ন ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নেয়া ৬ সদস্যর মধ্যে খেলোয়াড়রা হলেন কোচ-কাম খেলোয়াড় আবু নাসের পাটওয়ারী বাচ্চু, শাহেদুল হক মোর্শেদ, মাহতাব হোসেন, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, মো. কামালউদ্দিন, শেখ তারেক।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু চাঁদপুর টাইমসকে জানান, ‘জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস খেলোয়াড়রা পটুয়াখালীতে জাতীয় এ টুর্নামেন্টে অংশ নেবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে অংশ নেয়া খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিদিনই সন্ধায় চাঁদপুর ক্লাবে এ টেবিল টেনিস প্রশিক্ষণ শুরু হবে।’
বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষনে অংশ নেয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
: আপডেট, বাংলাদেশ সময় ৮:৫০ পিএম, ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur