টেইলর সুইফট তার মিউজিক ক্যারিয়ারের যাত্রা শুরু করে মাত্র ১৬ বছর বয়সেই। এরপর তার গানের প্রতিভা তাকে বিশ্বের সেরা পপস্টার মিউজিশিয়ানদের একজনে পরিণত করেছে।
এতকাল যুক্তরাস্ট্রের ন্যাশভিলের নিজের দিন পার করলেও ২০১৪ সালের মার্চ মাসেই টেইলর তার বাড়ি পরিবর্তন করে চলে আসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। এরপর থেকে তার যত সাফলগাঁথা,সব এখানেই।
যেহেতু নিউইয়র্কে এসেছে তাই থাকার জায়গা তো চাই,তাই টেইলর নিউইয়র্কের ট্রিবেকায় ফ্র্যাংকলিন স্ট্রিটে ২০১৪ সালেই প্রায় ১৯.৯৫ বিলিয়ন টাকা দিয়ে একটি বিশাল কনডো কিনে ফেলেন।
আর এই কনডো তার কাছে বিক্রি করেন বিখ্যাত সিনেমা সিরিজ “লর্ড অফ দ্যা রিং”এর পরিচালক পিটার জ্যাকসন। কনডোর প্রতিটি ইউনিট প্রায় ৮,৪০০ স্কয়ার ফিটের যার সাথে আছে ৪,০০০ স্কয়ার ফিটের ছাদ, ১২ ফুট লম্বা কড়িকাঠের সিলিং,ফায়ারপ্ল্যাস, বিস্তৃত পাটার ফ্লোর। টেইলরের মোট ১০ ইউনিটের বিল্ডিং ট্রিবেকায়। ছবিতে দেখে নেই টেইলরের বাড়ির অন্দমহল।(বাংলা ট্রিবিউন)
নিউজ ডেস্ক : আপডেট ৮:০৮ পিএম, ১৭ মে ২০১৬, রোববার
এইউ