চাঁদপুর শহরের প্রফেসরপাড়া টিভিকাপ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট সোমবার সন্ধ্যায় প্রফেসর পাড়া মোল্লা বাড়ি মাঠে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম মোল্লার উদ্যোগে উৎসব মূখর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মাতব্বর, সাবেক জাতীয় ফুটবলার আমিন মোল্লা, আবু তাহের মোল্লা, জয়নাল আবদীন টিটু, মো. সহিদ উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব মৃধা, ৯নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক অলিউল্লাহ বেপারী, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম সরকার, হাবিব বেপারী।
খেলা পরিচালনা করেন খোকন মোল্লা, শাহাদাত, রাশেদ,জাহাঙ্গীর।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রোজ গার্ডেন স্পোর্টিং ক্লাব বনাম জলন্ত আগুন স্পোর্টিং ক্লাব। নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে ১০টি টিম অংশগ্রহণ করে।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur