Home / খেলাধুলা / টি-২০: বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক
cricket world cup

টি-২০: বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট মানেই ব্যাটসম্যানদের খেলা। বোলাররা যেখানে অসহায়। লাইন-লেন্থ ঠিক না রেখে বল করলেই ব্যাটসম্যানের কাছে তুলোধোনা হনা তারা।

তবে কুড়ি ওভারের এই খেলায় মাঝেমধ্যে বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেন। তুলে নেন হ্যাটট্রিক।তবে বোলারদের এমন পারফরম্যান্স সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তেমন একটা দেখা যায় না।

টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার এমন পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের পেস বোলিং পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।

ডিপিএলে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। তার বোলিং ফিগার ৩.১- ০-২১- ৪। যা তার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা পারফরম্যান্স।

তার হ্যাটট্রিকের সুবাদে ১৯.১ ওভারে রূপগঞ্জ গুটিয়ে যায় ১১১ রানে।

সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ৫ জন বাংলাদেশি বোলারের আছে হ্যাটট্রিকের কীর্তি। অর্থাৎ পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন আলাউদ্দিন বাবু।

বাংলাদেশিদের মোট হ্যাটট্রিকের কীর্তি অবশ্য ৬টি। জাতীয় দলের তারকা পেসার আল-আমিন হোসেন একাই করেছেন দুটি হ্যাটট্রিক, তাও প্রথম দুইবার।

তাছাড়া বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।

আর ডিপিএলের ইতিহাসে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকের অবস্থান তৃতীয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম হ্যাটট্রিক দেখেছিল ডিপিএলেই।

২০১৩ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেন আল-আমিন। এর দুই বছর পর ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে হ্যাটট্রিক করেন আল-আমিন। ২০১৯ সালে মানিক খান বিকেএসপির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।

একনজরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের যত হ্যাটট্রিক

১. আল-আমিন হোসেন – প্রতিপক্ষ আবাহনী, ২০১৩
২. আল-আমিন হোসেন – প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স, ২০১৫
৩. আলিস আল ইসলাম – প্রতিপক্ষ রংপুর রাইডার্স, ২০১৯
৪. মানিক খান – প্রতিপক্ষ বিকেএসপি, ২০১৯
৫. কামরুল ইসলাম রাব্বি – প্রতিপক্ষ রাজশাহী, ২০২০
৬. আলাউদ্দিন বাবু – প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ, ২০২১

 

ঢাকা চীফ ব্যুরো, ০৩ জুন ,২০২১;