ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হেরে গেছে বাংলাদেশ। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো। এদিকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে নতুন মুখের ছড়াছড়ি।
টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা আবু জায়েদ রাহী, আরিফুল হক ও মেহেদী হাসান। তবে শুধু এই তিনজনই নয়, নতুন মুখ হিসেবে আরও ডাক পেয়েছেন জাকির হোসেন ও আফিফ হোসেন। এছাড়া দলে ফিরেছেন তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, আফিফ হসেন, জাকির হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান, আবু হায়দার রনি।
(জাগো নিউজ)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ৪০ পি.এম, ০৮ ফেব্রুয়ারি২০১৮, শনিবার।
এএস.
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur