Home / খেলাধুলা / যে কারণে টি-টোয়েন্টি দলে ফরিদগঞ্জের শামীম
টি-টোয়েন্টি

যে কারণে টি-টোয়েন্টি দলে ফরিদগঞ্জের শামীম

শেষের দিকে রানের গতিতে দম দিতে পারবেন, এমন একজনকে অনেক দিন ধরে খুঁজছে বাংলাদেশ। যিনি ক্রিজে গিয়েই খেলতে পারবেন বড় শট, তুলতে পারবেন ঝড়। সেই সম্ভাবনা দেখিয়ে শামীম হোসেন ডাক পেয়েছেন জিম্বাবুয়ে সফরের দলে। সেখানে তরুণ এই অলরাউন্ডারের ব্যাটিং দেখতে উন্মুখ হয়ে থাকার কথা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

জিম্বাবুয়ে সফরের জন্য বুধবার তিন সংস্করণের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে ১৬ জনের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ২১ বছরের শামীম হোসেন পাটোয়ারি।

প্রথমবারের মতো চাঁদপুর জেলার প্রথম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলেন শামীম পাটোয়ারী। এমন সুযোগ পাওয়ায় শামীমের পরিবার, বন্ধু, স্বজন, কোচসহ পুরো ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বন্যা।

আরও পড়ুন… বাবার মার খেয়েও ক্রিকেট না ছাড়া ফরিদগঞ্জের শামীম জাতীয় দলে

শামীম হোসেন পাটোয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া গ্রামের আব্দুল হামিদ পাটোয়ারীর ছেলে। ক্লেমন একাডেমিতে অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত খেলেছিলেন শামীম। বিকেএসপিতে ভর্তি হন ২০১৫ সালে। এরপর অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ হয়ে অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেন তিনি।

২০১৮ যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশের ক্যাম্পে ডাক পেলেও সেবার মূল দলে ঠাঁই হয়নি তার। সে আক্ষপে মিটে তার হাতে উঠেছে বিশ্বসেরার ট্রফিও। এবার জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেলেন শামীম পাটোয়ারী।

এদিকে দল ঘোষণার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমে শামীমকে নেওয়ার ব্যাখ্যা দেন।

তিনি বলেন, শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড-এ দল এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে ও যথেষ্ট ভালো খেলেছে।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হব।

টি-টোয়েন্টি

অনূর্ধ্ব-১৯ সহ-অধিনায়ক চাঁদপুরের শামীম হোসেন।

“শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড ‘এ’ এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ও যথেষ্ট ভালো খেলেছে।”

গত মার্চে আয়ারল্যান্ড দলটির বিপক্ষে পাঁচটি লিস্ট-এ ম্যাচ খেলেন শামীম। বৃষ্টিতে মাঝ পথে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে ২৬ বলে অপরাজিত ছিলেন ২২ রানে।

দ্বিতীয় ম্যাচে দুই ছক্কা ও তিন চারে ৩৯ বলে করেন অপরাজিত ৫৩। পরের ম্যাচে আরও উত্তাল ছিল তার ব্যাট; সাত চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ২৫ বলে ৪৪ রানের খুনে ইনিংস খেলে।

চতুর্থ ম্যাচে ব্যাটিং করতে হয়নি। পরের ম্যাচে দুই চারে করেন ১১ রান। এই একবারই তাকে আউট করতে পারেন আইরিশ বোলাররা।

একমাত্র টি-টোয়েন্টিতে ১১ বলে চার ছক্কায় করেন ২৮। মিনহাজুল জানান, এই পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টেও ভালো করায় ডাক পেয়েছেন শামীম।

“এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হব।”

এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার রাতে জিম্বাবুয়ে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।

জিম্বাবুয়ে সফরে হারারেতে ২৩, ২৫ ও ২৭ জুলাই সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

স্টাফ করেসপন্ডেট,২৪ জুন ২০২১