‘আগলে জানাম মোহে বিটিয়া হি কিজো’ টিভি সিরিজ দিয়ে দারুণ জনপ্রিয়তা কুড়ানো ভারতীয় টিভি অভিনেত্রী রাতান রাজপুত নারীর নিরাপত্তাহীনতা বিষয়টি আবার আলোয় নিয়ে এসেছেন। সম্প্রতি একটি টিভি সিরিয়ালের শুটিং করার সময় সেটেই যৌন হয়রানির শিকার হন এই অভিনেত্রী। তবে আরো অনেক নারীর মতো চুপ থাকেননি তিনি।
‘জয় সান্তোশি মা’ সিরিয়ালটির শুটিং চলাকালীন লাইটম্যান তাকে হয়রানি করেন। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিরুদ্ধে নির্মাতাদের কাছে অভিযোগ করেন এবং তাকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে সে সময় রাতানের অভিযোগ কানে তোলেননি নির্মাতারা। তাই কাজ বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সী এই তারকা। ।
ডিএনএ বলছে, শেষমেশ টিভি সিরিজটি প্রচারকারী অ্যান্ড টিভি কর্তৃপক্ষ সেই লাইটম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এবং তারপরই তিনি শুটিং-এ আবার ফিরে আসেন। অবশ্য নির্মাতা এবং রাতান – কারো কাছ থেকেই এ ব্যাপারে কোনো প্রকার মন্তব্য পাওয়া যায়নি।
‘জয় সান্তোশি মা’র প্রথম পবর্ প্রচার করা হয় গত বছর ৩০ নভেম্বর। এখন পর্যন্ত সিরিজটির ৬৬টি পর্ব প্রচারিত হয়েছে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০১:০৭ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur