চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট এর জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুব আলম লাবলুকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও অসদাচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
ঘটনার নিন্দা জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্র্যাব সভাপতি ইসারফ হোসনে ইসা বলেন, হুমকি দাতাদের অবিলম্বে চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় একটি কালো রংয়ের মিৎসুবিশি পাজেরো জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৪২০) যানজটের মধ্যে বিকট শব্দে দীর্ঘক্ষণ ধরে সাইরেন বাজালে লাবলু তাদের সাইরেন বন্ধের অনুরোধ জানান। তার সঙ্গে উপস্থিত জনতাও এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গাড়িতে থাকা সাদা পোশাকধারী তিন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ক্ষুদ্রাস্ত্র প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া মোবাইল ফোনে লাবলুর ছবিও তুলে নিয়ে যান তারা, যা খুবই উদ্বেগজনক।
হুমকিদাতারা কোন সংস্থার সদস্য তা জানা যায়নি।
মাহবুব আলম লাবলু বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫