টিকে থাকার প্রশ্নে কটাক্ষ, কড়া জবাব দিলেন সোফি
গুটিকয়েক ছবিতে অভিনয় করেছেন। তবে সেসবের সবই যে হিট, এমনও না। তার পরেও কিভাবে বিলাসবহুল জীবন যাপন করেন গায়িকা, উপস্থাপিকা, অভিনেত্রী সোফি চৌধুরী— এমন প্রশ্নই উঠে বারবার। তাকে যে খুব বেশি বড়পর্দায় দেখা যায়, তেমনও নয়। কারণ বড়পর্দায় দেখা না গেলেও যেকোনো তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে দেখা যায় তাকে। নামি সংস্থার পোশাক, বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে রয়েছে কী কারণ?
সম্প্রতি উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফি। যে বিয়েবাড়িতে বিশেষ পারফরম্যান্স করেন গায়িকা জেনিফার লোপেজ। কেউ প্রশ্ন করেন, ‘একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে কী করেন আপনি?’ আবার কেউ মন্তব্য করেন, ‘ছবি নেই, এত টাকা আসে কোথা থেকে?’ আরেকজন লেখেন, ‘আমি এখনো বুঝে উঠতে পারি না কোনো কাজ না করেও বলিউডে কিভাবে টিকে আছেন? না কোনো ছবি, না কোনো ওয়েব। এমনকি কোনো গানও নয়। তাহলে আপনি কিভাবে টিকে আছেন?’
এসব মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। সেই মন্তব্যের উত্তরে অভিনেত্রী বলেন, ‘লাইভ শো মার্কেটের মধ্য দিয়ে। ১৭ বছর ধরে করপোরেট এবং বিবাহের অনুষ্ঠানের ব্যস্ততম লাইভ গায়িকাদের একজন, লাইভ ইভেন্টের এক নম্বর নারী উপস্থাপক। তুমি আমাকে পর্দায় দেখতে পাও না তার মানে এই নয় যে আমি অন্য কোথাও আমার জায়গা তৈরি করতে পারিনি। ভারতে যদি তুমি শীর্ষ ১০ অভিনেত্রীর মধ্যে না থাকো, তাহলে তুমি অর্থ উপার্জন করতে পারবে না।’
বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় গিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর। বলিউডের সব নামিদামি তারকাদের সঙ্গে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানাতে স্মরণসভায় হাজির হয়েছিলেন করণ। সেখানে গিয়েই বিতর্কে জড়ালেন পরিচালক। তাকে ঘিরে হচ্ছে তুমুল কটাক্ষ।
বর্ষীয়ান অভিনেতার স্মরণসভায় যখন গাড়িতে চড়ে আসছিলেন, তখন হাসতে দেখা গেছে করণ জোহরকে। মোবাইলে কথা বলছিলেন আর হাসছিলেন। যা দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করতে ছাড়েননি। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই শোরগোল। মন্তব্যে কেউ লিখেছেন, বিন্দুমাত্র তো দুঃখ নেই। তাকে ‘জোকার’ও বলছেন কেউ কেউ। নেটিজেনরা বলছেন, শোকসভায় নয়, যেন কোনো ককটেল পার্টিতে যাচ্ছেন করণ।
যদিও এসব কথার কোনো প্রতিক্রিয়া জানাননি পরিচালক। যদিও বলিউড থেকে নেটপাড়া—তাকে ঘিরে সব রকমের চর্চার খোঁজ রাখেন এই প্রযোজক। কখনো কখনো ট্রলের উত্তরও দেন করণ।
২৪ নভেম্বর মারা যান ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে স্মরণসভার আয়োজন করেন সানি দেওল ও ববি দেওল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনএর মতো প্রথম সারির তারকারা।
কলকাতার পরিচালক আতিউল ইসলাম নতুন ছবির শুটিং শুরু করেছিলেন নভেম্বর মাসে। ছবির নাম ‘কাল’। ছবিতে একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে অভিনয় করছিলেন কৌশানী মুখোপাধ্যায়। তাঁর পাশাপাশি বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, দেবাশিস মণ্ডলএর মতো বড় অভিনেতারা কাজ করছিলেন।
আতিউল জানালেন, ‘চিত্রনাট্যে একটা গালাগালি ছিল।’
প্রশ্ন হলো, কৌশানী যখন ছবিটি করতে রাজি হয়েছিলেন, তখন কি চিত্রনাট্যে গালাগালি ছিল? পরিচালক স্পষ্ট করলেন, ‘ছবিটি শুরু করার দিন ১৫ আগে কৌশানী এই ছবি করতে রাজি হন। প্রযোজকের বক্তব্য, চিত্রনাট্য পড়ে প্রথমেই নায়িকা জানিয়ে দিতে পারতেন যে, তিনি গালাগালি দিতে পারবেন না। আর কৌশানী শুটিং ফ্লোরেই বলেছেন, তিনি গালাগালি দিতে প্রস্তুত নন।’ এই জটিলতা এখন কী করে মিটবে, সেটাই দেখার অপেক্ষা।
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক