চাঁদপুরে টিকা প্রাপ্তি সাড়ে ৮ লাখ ডোজ : টিকা গ্রহণ ৭ লাখ ৩৬ হাজার

কোভিড -১৯ মহামারীর কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি ২০২১ থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতো পরিচালিত হয়ে আসছে।

শুরু থেকেই চাঁদপুরে টিকা প্রাপ্তির সংখ্যা হচ্ছে ৮ লাখ ৫২ হাজার ১ শ।

১৭ অক্টোবর দুপুরে এ তথ্য জানা গেছে ।

শুরু থেকেই ১৭ অক্টোবর ১২ টায় পাওয়া তথ্য মতে-চাঁদপুরে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ৭ লাখ ৩৬ হাজার ৫৬১ জন নর-নারীকে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণের অন্যতম শর্ত হচ্ছে পূর্ব থেকেই তাকে রেজিস্ট্রেশন করতে হয়্ ।

সে মতে- ৭ লাখ ৯৫ হাজার ২৮০ জন নর-নারী টিকা গ্রহণে রেজিস্ট্রেশন করে। টিকাগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে।

আবদুল গনি , ১৭ অক্টোবর ২০২১

Share