চীনের উপহারের ১৭ লাখ টিকা দেশে আসার পথে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এবার বাংলাদেশকে ১৭ লাখ সিনোফার্মের টিকা উপহার দিচ্ছে চীন।

করোনার এ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চীনের বেইজিং বিমানবন্দর থেকে মঙ্গলবার ১০ আগস্ট ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার সচিবালয়ে বলেন,‘১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান,কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে।

এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে।

বার্তা কক্ষ , ১০ আগস্ট ২০২১
এজি

Share