Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ৬ হাজার ৪৩০ জনকে টিকা প্রদান সম্পন্ন
টিকা

শাহরাস্তিতে ৬ হাজার ৪৩০ জনকে টিকা প্রদান সম্পন্ন

করোনা ভাইরাস টিকা শাহরাস্তিতে দশটি ইউনিয়নে একযোগে টিকা প্রদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। সারাদেশের ন্যায় ৭ আগস্ট শনিবার শাহরাস্তি উপজেলাধীন সকল ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ কল্পে টিকা প্রদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি এইচ ও) মো. নাসির উদ্দিন জানান শাহরাস্তি উপজেলা ১০টি ইউনিয়নে একযোগে টিকা প্রদান করা হয়। এতে প্রতিটি কেন্দ্রে ৩টি বুথে ৬ শত টিকা করে, ১০টি কেন্দ্রে ৬ হাজার টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়, এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪শত ৩০ জনকে টিকা প্রদান করা হয়। এবং ২৮ টি নমুনা পরীক্ষার মধ্যে, নতুন ১৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়।

টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান,সংশ্লিষ্ট মনিটরিং কর্মকর্তাবৃন্দ এবং স্ব স্ব ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ। এই টিকা প্রদান কার্যক্রমে সহায়তা করছেন সকল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ (মনিটরিং কর্মকর্তা),ইউপি চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সদস্যবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

সুশৃঙ্খলভাবে ও নিয়মানুযায়ী টীকা কার্যক্রম সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন, ৭ আগস্ট ২০২১