দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সোমবার ২৬ জুলাই পর্যন্ত টিকা দেয়া হয়েছে ১ কোটি ২০ লাখ ৮৭ হাজার ৮৭৩ ডোজ। এরমধ্যে এক ডোজ নিয়েছেন ৭৭ লাখ ৭৭ হাজার ৪৩০ জন এবং দু’ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১০ হাজার ৪৪৩ জন।
এ গুলো অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড,চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
স্বাস্থ্য অধিদফতরের টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। কেবল সোমবার ২৬ জুলাই টিকা দেয়া হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৬ জনকে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। জানা যায়, কোভিশিল্ড প্রথম ডোজ নেয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেয়া নিয়ে তৈরি হয়েছে সংকট।
এদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দু’কোম্পানির দু’ডোজের টিকা গ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি।
পাশাপাশি সোমবার ২৬ জুলাই ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১২ জনকে। আর এখন পর্যন্ত এ টিকা দেয়া হয়েছে ৫০ হাজার ৫২৩ জনকে।
এছাড়া সিনোফার্মের দেয়া হয়েছে এ পর্যন্ত ১৪ লাখ ৯৭ হাজার ৫৮১ ডোজ। এরমধ্যে সোমবার প্রথম ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৫৯ হাজার জনকে, আর দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪ হাজার ৪৭৮ জনকে।
মডার্নার টিকা এ পর্যন্ত দেয়া হয়েছে ৪ লাখ ২১ হাজার ৯৫০ ডোজ, আর সোমবার দেয়া হয়েছে ৫৮ হাজার ৪৬ ডোজ। সারা দেশে টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৪৪৭ জন।
বার্তা কক্ষ , ২৭ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur