Home / জাতীয় / ১৮ বছর বয়সীরাও টিকা গ্রহণ করতে পারবে
corona vaccine

১৮ বছর বয়সীরাও টিকা গ্রহণ করতে পারবে

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে টিকা গ্রহণের বয়সসীমা আরো কমালো সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী যাদের বয়স ১৮, তারাও কোভিড-১৯ টিকা নিতে পারবেন। খুব শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আগের সিদ্ধান্ত অনুসারে টিকা গ্রহণের বয়স ছিল ৩৫ বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা.আবুল বাশার মুহাম্মাদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন,প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহণের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শন শেষে ২৩ জুলাই শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি বলেন ,‘২৩ জুলাই শুক্রবার সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যেই এ সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু করব।’

বার্তা কক্ষ,২৪ জুলাই ২০২১
এজি