বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকা গ্রহীতারা ভিড় জমিয়েছেন। তবে অনলাইন রেজিষ্ট্রেশন সার্ভার ও বিকাশে টাকা দিতে না পারায় দুর্ভোগে পড়েছেন শত শত বিদেশগামী টিকা গ্রহীতাদের।
২ জুন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সামনে শত শত প্রবাসী করোনা ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকে টিকা রেজিস্ট্রেশন ও বিকাশে টাকা জমা না দিতে টেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কচুয়া উপজেলা থেকে আসা রবিউল বলেন, সকাল ৯ টা সময় জনশক্তি অফিসে এসেছি। লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। এসেও যদি কাজ হত, তাহলে মনকে বুঝাতে পারতাম। সকাল থেকে সার্ভার ও বিকাশে ২০০ টাকা ঢুকছে না। আর কতক্ষন অপেক্ষা করবো, কয়েকবার চেষ্টা করেও কাজ হচ্ছে না।
হাজীগঞ্জের বলাখাল থেকে আসা নুর হোসেন বলেন, আমার সাথে আসা দুই জন চলে গেছে। আমিও ভাবছি চলে যাবো। প্রবাসীদের সবকাজে সব সময় হয়রানি থেথেই যায়। এই লকডাউনের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে টিকার রেজিষ্ট্রেশন করতে। কিন্তু অনলাইন সমস্যার কারনে কোন কাজই হচ্ছে না।
জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. মোহছেন পাটওয়ারী বলে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বিএমইটির স্মার্ট কার্ড আছে সে সব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ২ জুলাই থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তারা যদি এই ভ্যাকসিন না দিয়ে বিদেশে গমন করে, তাহলে তাদের ৭০-৮০ হাজার টাকা খরচ হবে। প্রবাসীদের সুবিধার্থে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। সকাল থেকে সারাদেশে সার্ভার সমস্যা রয়েছে। বিকাশে রেজিষ্ট্রেশনের ২০০ টাকা যাচ্ছে না। সময়ের ব্যাপার, কখন ঠিক হয় বলা যাচ্ছে না।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৩ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur