জাতীয়

টিকা : প্রথম ডোজের কেন্দ্রেই দ্বিতীয় ডোজ

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেয়া হয়েছে, দ্বিতীয় ডোজ সেখান থেকেই নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

এ বিষয়ে অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা.মিজানুর রহমান বলেন, “যার কাছে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার এসএমএস যাবে, তারা নির্দিষ্ট কেন্দ্রে কার্ড দেখিয়ে টিকা নেবেন। কিন্তু অনেকেই চলে আসছেন,এতে করে একটু সমস্যা হচ্ছে। তাই কেন্দ্র থেকে এসএমএস পাওয়ার টিকা নিতে আসার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন,‘প্রথম ডোজ যেখান থেকে নেয়া হয়েছে, দ্বিতীয় ডোজ সেখান থেকেই নিতে হবে। ৫৬ দিন পরেও টিকা নেয়া যাবে। তাই অপেক্ষা করতে হবে। যারা চাকরির সুবাদে বদলি হয়েছেন তাদের নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। যেখানে তিনি বদলি হয়েছেন সেখানে কীভাবে টিকা দেয়া যায় সে নিয়ে কাজ হচ্ছে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে।’

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন,‘বর্তমানে টিকা কেন্দ্র পরিবর্তনের কোনও সুযোগ নেই। এতে করে সিস্টেমে চাপ পড়বে। প্রথম ডোজ টিকা নেয়ার ৮-১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তাই টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই ।’

বার্তা কক্ষ, ১৫ এপ্রিল ২০২১
এজি

Share