মহামারি কোভিড-১৯-এর টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় অসংখ্য ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। দুষ্কৃতকারীরা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে এ ধরনের ভুল তথ্য ছড়ায় এমনকি সাইবার ক্রাইম, প্রতারণাসহ বিভিন্ন সমাজবিরোধীমূলক কাজও ভুয়া অ্যাকাউন্ট থেকে সংঘটিত হয়।
ইতোমধ্যে ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যম এসব ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে বেশ তৎপরতা দেখিয়েছে। সোমবার (২২ মার্চ) ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্ল্যাটফরমটিতে গুজব বা যে কোনো ধরনের ভুল তথ্য প্রচার বন্ধে ৩৫ হাজারেরও বেশি কর্মী দিনরাত পরিশ্রম করছেন। মাত্র তিন মাসে ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে।
সেগুলো বন্ধ করা হয়েছে ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।’ এক ব্লগপোস্টে ফেসবুক জানিয়েছে, ‘তারা স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে কোভিড-১৯ এবং ভ্যাকসিন সম্পর্কিত ১ কোটি ২০ লাখের বেশি ভুয়া তথ্য সংবলিত পোস্ট সরিয়েছে।’
এ ধরনের ভুয়া তথ্যের প্রচার বন্ধে ফেসবুকের মতো প্রযুক্তি প্ল্যাটফরমগুলো কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্য সংক্রান্ত একটি সংসদীয় কমিটি।
বার্তা কক্ষ,২৪ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur