Home / উপজেলা সংবাদ / কচুয়া / দুপুরে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা, রাতে মৃত্যু
টিকাদান
সজিব পাটোয়ারী

দুপুরে টিকাদান কর্মসূচিতে সহযোগিতা, রাতে মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সজিব পাটোয়ারী (২৪) আর বেঁছে নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে সে মা, ১ ভাই ও ১ বোনসহ বহু সহপাঠী রেখে যান। সে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেছেন।

৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সে মাঝিগাছা গ্রামের মরহুম রুহুল আমিন পাটোয়ারীর ছেলে। তার বাবাও বেশ কয়েক বছর আগে প্রবাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সজিব পাটোয়ারী মৃত্যুর আগের দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিতারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা টিকাদান কর্মসূচিতে স্থানীয়দের বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেন।

৮ আগস্ট রোবাবার বাদ জোহর মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.সজিব পাটোয়ারীর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ খান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মিঞা মো. নিজাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকার, সাবেক সভাপতি মিঞা মো. সোহেল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা শোকাতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৮ আগস্ট ২০২১