দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার (৯ মে) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯ শ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন। দু’ ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ৮৬ জন।
রবিবার ৯ মে স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় ডোজ টিকা নেয়া ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জনের মধ্যে পুরুষ ২২ লাখ ৫২ হাজার ৩৪০ জন, আর নারী ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬ জন। প্রথম ডোজ নেয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৮ হাজার ৯৭০ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৩০ জন।
প্রসঙ্গত , দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কার্যক্রম চলে।
চাঁদপুরে করোনার ২য় ডোজ গ্রহণ ৪০,৭২৭ জন
চাঁদপুরে ৮ এপ্রিল থেকে করোনা ভাইরাস প্রতিরোধ টিকা কার্যক্রম শুরু হয়েছে। ৫ মে পর্যন্ত চাঁদপুরে দ্বিতীয় ডোজ নিলেন ৪০,৭২৭ জন ।
শুরু থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেন ৬০,৩৪৩ জন। যার কার্যক্রম সরকারি নির্দেশে খন সাময়িকভাবে বন্ধ রয়েছে।
৯ মে বিকেল ৩টা পর্যন্ত ২য় ডোজ নেন ৯২৯ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ৯ মে পর্যন্ত প্রাপ্ত এ তথ্য জানা গেছে
চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৭৭.০৫৮ জন। প্রথম টিকা গ্রহণের দিন থেকে ৬০ দিনের মাথায় দ্বিতীয় টিকার ডোজ গ্রহণ করতে পারবে বলে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা রয়েছে ।
বার্তা কক্ষ , ১০ মে ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur