টিকটক দেখতে না দেয়ায় স্কুলছাত্রীর আ-ত্ম-হ-ত্যা-র চেষ্টা

দেশে টিকটক আসক্তি মারাত্মক আকার ধারণ করেছে। ছোট ছোট শিশু থেকে বয় বৃদ্ধরা পর্যন্ত এর থেকে মুক্তি পাচ্ছে না। আসক্তির কারণে ছোট ছোট শিশুরা অভিমান করে আত্মহত্যার ঘটনাও ঘটাচ্ছে।

এরকম চেষ্টার সর্বশেষ ঘটনা ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ২৬ জানুয়াdv বুধবার টিকটক দেখতে না দেয়ায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আয়েশা তার ছোট ভাই শাওনের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

যদিও গাছের সাথে ফাঁস দেয়ার চেষ্টার সময় স্থানীয় লোকজন দেখে ফেলায় এই যাত্রায় বেঁচে যায় ওই শিশু শিক্ষার্থী আয়েশা।

জানা গেছে, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের প্রবাসী ফজর আলী দুই শিশু তথা ছোট ভাই শাওন ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়েশা মুঠোফোনে টিকটক দেখতো। তবে তাকে চিকিৎসকের কাছে নিতে হয়নি।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ জানুয়ারি ২০২২

Share