Home / সারাদেশ / কুমিল্লায় মডেল মসজিদের ক্যাম্পাসে টিকটক ভিডিও নির্মাতা গ্রেপ্তার
টিকটক

কুমিল্লায় মডেল মসজিদের ক্যাম্পাসে টিকটক ভিডিও নির্মাতা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে নবনির্মিত মডেল মসজিদের ক্যাম্পাসে টিকটক ভিডিও নির্মাণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ইয়াছিন নামে এক টিকটক নিমার্তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

৮ আগস্ট রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার এর কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি জানান, জেলার দাউদকান্দি উপজেলায় নবনির্মিত দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার এর ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ভিডিও ধারন করে লাইকি ও টিকটক ভিডিও তৈরী করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে ইয়াছিন নামে ওই যুবক। যা ধমীর্য় অনুভূতিতে আঘাত করে। বিষয়টি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়টি পুলিশের নজরে আসলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লাইকি নিমার্তা ইয়াছিনকে জেলার দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্রাম থেকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের প্রয়াত গোলাপ মিয়ার ছেলে। 

গ্রেফতারকৃত ইয়াছিনের (২০) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) নাজমুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ৮ আগস্ট ২০২১