টিআই আ. রহমান ও সার্জেন্ট নাইয়ানকে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুরে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর আ. রহমান ও একই বিভাগের সার্জেন্ট আবুদল্লাহ আল নাইয়ানকে রোববার (২৪ জুলাই) সকালে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার শামসুন্নাহার।

বাংলাদেশ পুলিশের এএসপি পদের পদোন্নতি চাঁদপুর সদর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আ. রহমান। তিনি ডিএমপিতে বদলি হয়েছে।

আ. রহমান খান ১৯৮৩ সালের বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ট্রাফিক বিভাগে ট্রফিক ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করে। তিনি ২০১৩ সালে ২২ আগস্ট চাঁদপুর সদর বিভাগে যোগদান করেন। তিনি দীর্ঘ আড়াই বছর চাঁদপুরে সুনামের সাথে কর্মজীবন অতিবাহিত করেছেন।

অপরদিকে চাঁদপুর সদর ট্রাফিক বিভাগের সার্জেন আবদুল্লাহ আল নাইয়ানকে বদলিজনিত কারণে সংবর্ধনা দেয়া হয়।

আবদুল্লাহ আল নাইয়ান ভোলা জেলা দৌলতখান থানার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা আবু তাহের অবসর প্রাপ্ত একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ১৯৮৩ সালের ২০ জুলাই জন্ম গ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি জারিদ নামের ৭ মাসের এক পুত্র সন্তানের জনক।

২০১১ সালে ঢাকা বাংলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে পুলিশে সার্জেন্ট হিসেবে যোগদান করেন।

যোগদানের পর তিনি বরিশাল মেট্রোপলিটনে ৩ বছর, চট্টগ্রাম রেঞ্জে ২ বছর ও চাঁদপুরে ২ বছর চাকরি জীবন কাটিয়েছেন।

চাঁদপুরে থেকে তাকে হাইওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share