কচুয়া

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল কচুয়ার ১১ শিক্ষার্থী

চাঁদপুরে কচুয়া উপজেলার রাগদৈল গ্রামে জামে মসজিদে টানা ৪০দিন জামাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করায় ১১ জন যুবক ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি শুক্রবার রাগদৈল আলিম মাদ্রাসা মাঠে স্থানীয় তরুন সমাজসেবক, সাচার ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী এম. আবদুর রহমানের সার্বিক সহযোগিতায় ও ব্যতিক্রমী উদ্যোগে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।

এসময় রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী সরকার,রাগদৈল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাও. আলাউদ্দিন মুন্সী,ইমাম ও খতিব মাও. রাকিবুল ইসলাম রাজশাহী ও ছাত্রলীগ নেতা রিফাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক সম্ভাব্য মেম্বার প্রার্থী এম.আবদুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, এই পৃথিবী কারো জন্য চিরকালের থাকা জায়গা না। আমরা সকলেই পরপারের যাত্রী। তাই পরকালের নাজাত পেতে সকল মুসলমানদের মসজিদে সালাদে পাচঁ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। আসুন আমরা সকলেই সালাত আদায়ের জন্য মসজিদমূখী হই।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১২ ফেব্রুয়ারি ২০২১

Share