ভারতের সাবেক অলরাউন্ডার বাপু নন্দকার্নি শুক্রবার মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বাপু। ১৯৫০ থেকে ষাটের দশক পর্যন্ত ৪১ টেস্ট ম্যাচ খেলা এ ক্রিকেটার দীর্ঘসময় ধরে অসুস্থ ছিলেন।
বাপু নন্দকার্নির জন্ম মহারাষ্ট্র প্রদেশের নাসিকে, ১৯৩৩ সালের ৪ এপ্রিল। ভারতের সবচেয়ে মিতব্যয়ী বোলার হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত ছিলেন। টেস্টে ওভার প্রতি রান দিয়েছেন গড়ে ১.৬৭ করে।
১৯৬৪ সালে মাদ্রাজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্মরণীয় বোলিং করেন বাপু নন্দকার্নি। সেই ম্যাচে ২১ ওভার মেডেন দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তাতে তার বোলিং ফিগার ছিল ৩২-২৭-৫-০।
বার্তা কক্ষ,১৮ জানুয়ারি ২০২০