একরাতের টানা বৃষ্টিতে বন্যার রুপ দেখলো চাঁদপুর শহরবাসী

একরাতের রের্কড পরিমান টানা ভারী বৃষ্টির পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যার মতো রূপ ধারন করেছে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা। বৃষ্টির পানিতে ডুবে গেছে বিভিন্ন রাস্তা ঘাট ও বিভিন্ন বাসা বাড়ি। এতে দুর্ভোগে পড়েছে মানুষজন।

জানা গেছে, ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে সারারাত মূশুলধারে বৃষ্টিপাত হয়। এতে রাতভর একটানা ভারী বৃষ্টি হওয়ার কারনে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক, পাড়া মহল্লা ও বাসা বাড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

৫ অক্টোবর শনিবার সকালে চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক ও এলাকাতে সরজমিনে ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু সড়ক, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, নাজির পাড়া, বিষ্ণুদী মাদরাসা রোড, পাল পাড়া, নিউ ট্রাক রোড, মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়ক, হাজী মহসীন রোড, চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গন, বকাউল বাড়ি রোড, কোড়ালিয়া, ব্যাংক কলোনী, স্বর্ণখোলা রোড, জিটি রোডসহ বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।একই সাথে ওইসব এলাকার বিভিন্ন বাসা বাড়ি ও ঘরে পানি ডুকে পড়েছে। রাতভর টানা ভারী বৃষ্টির পানি জমে এতটাই ভয়াবহ পরিস্থিতি হয়েছে যে, যার দৃশ্য অনেকটা ৯৮ কিংবা ২০০৪ সালের বন্যার মতো রূপ ধারণ করেছে।

সড়ক গুলোতে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকার কারনে প্রথমে যানবহন চলাচল কিছুটা কম থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়ক গুলো ব্যাপক ক্ষতির সম্মুখ্যীন হয়েছে। পানির ভেতর দিয়ে যানবাহন চলাচল করার কারনে সড়কে থাকা পূর্বের ছোট ছোট গর্ত গুলোর পিরিজ ঢালাই, বালি ও ইটের সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। বিশেষ করে শহরের বঙ্গবন্ধু সড়কটি দিয়ে ট্রাক, তেলের লড়ী, কার্ভাট ভ্যান, পিকআপ ভ্যান সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করায় ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখিত সড়কটি।

এছাড়া বৃষ্টির পানির তীব্রতায় চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা ব্রীজের গোড়ার এবটি অংশের পাথর ও বালির বস্তা সরে বিশাল জায়গা জুড়ে সুরঙ্গ সৃষ্টি হতে দেখা গেছে।

অপরদিকে বিভিন্ন বাড়ি ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়ায় এবং জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে দুর্ভোগে পড়েছে অনেক পরিবার। অনেকের রান্নাঘরে পানি থাকায় ঠিকমতো রান্না করতে পারেননি। একই সাথে কারো মুরগীর ফার্ম, গুরুর খামারেও ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বিগত দিনের চেয়ে ৪ অক্টোবর রাতে চাঁদপুরে ২৫০ মিলিমিটারের রের্কড পরিমান বৃষ্টিপাত হয়েছে।

তবে একরাতের রের্কড পরিমান বৃষ্টির কারনে পুরো চাঁদপুর শহর জুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তা ঘাটে কয়েক ঘন্টা পানি আটকে বন্যার রূপ ধারন করলেও। দুপুর পর্যন্ত ধীরে ধীরে পানি নিস্কাশন হয়ে তা অনেকটাই স্বাভাবিক হতে দেখা যায়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৬ অক্টোবর ২০২৪

Share