চট্টগ্রামের সীতাকুন্ডে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন শিশুও রয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সামিয়া (৭), লামিয়া (২), রাবেয়া (২৬), বিবি ফাতেমা (৩৫), মো. ইউনুস (১০)।
নিহত পাঁচজন একই ঘরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। বাকি একজনের পা মচকে গেছে। তিনি হাসপাতালে টিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ১০ নম্বর ইউনিয়নের জঙ্গল সোলিমপুরের তিন নম্বর সমাজ লক্ষণ সাহা শাখা এলাকায় পাহাড়ের কিছু অংশ ধসে ঘরের একপাশে পড়ে।
নিউজ ডেস্ক-
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ পিএম, ২১ জুলাই ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur