চাঁদপুর কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া-মাঝিগাছা ও উত্তর শিবপুর ৮ কি.মি. সড়কের বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন হওয়ার পথে রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কচুয়ার বেশ কয়েকটি গ্রামীন সড়ক ভেঙ্গে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনাসহ প্রানহানী আশঙ্কা করছে এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, কচুয়ার বাতাপুকুরিয়া-উত্তর শিবপুর সড়কের মাঝিগাছা গ্রামের অধিবাসী ও মতলব দক্ষিন রয়মুনেরনেছা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো:এমদাদুল হক এর বাড়ির সামনের রাস্তাটি ভেঙ্গে পাশের পুকুরে তলিয়ে যাচ্ছে। ফলে যান চলাচল ও পথচারীরা চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় লোকজন জানান, জনগুরুত্বপূর্ন এ রাস্তাটি দ্রæত সংস্কার না করলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত রাস্তাটি মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৩১ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur