টানা বর্ষণে চাঁদপুর শহরে জলাবদ্ধতা: বিড়ম্বনায় ঘরমুখো মানুষ
Thursday, June 25, 2015 11:58:54 PM
এম এ আকিব:
চাঁদপুরে টানা রেকর্ড পরিমান বৃষ্টিতে জেলাশহরসহ সর্বত্র ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যার পর মুষলধারে বিরতিহীন বৃষ্টির কারনে ঘরে ফেরা সাধারণ মানুষ আটকা পড়ে যায়। ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয়। জেলা আবহাওয়া অফিস জানায় গত ২৪ ঘন্টায় ১শ’ ৩৬ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয় ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাতে তারাবির নামাজের শুরু থেকে বিরতিহীন বৃষ্টি শুরু হলে মুসল্লিরা মসজিদে যেতে পারেনি। এছাড়া শহরের অভ্যন্তরে ঘরে ফেরা সাধারণ মানুষসহ, কর্মজীবী ও ব্যবসায়ীরা স্ব-স্ব স্থানে আটকা পড়ে যায়।
আমাদের চাঁদপুর টাইমসের শহর প্রতিনিধিরা জানায়, বিরামহীন বৃষ্টিতে শহরের সড়কগুলোর অধিকাংশ স্থানে হাটু পর্যন্ত তলিয়ে যায়। নতুন সৃষ্ট জলাবদ্ধতার কারনে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
পাশাপশি শহরের নিচু এলাকার অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। ফলে তারাবীর সময় বিড়ম্বনায় পড়ে গৃহবাসীরা। এছাড়া অনেক মসজিদেও পানি প্রবেশ করায় মুসল্লিরা তারাবির নামাজ পড়তে ভোগান্তির শিকার হয়।
চাঁদপুর টাইমস : এমএএ/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।