চাঁদপুর সদর

টানা বর্ষণে চাঁদপুর শহরে কমছে না জলাবদ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুরে ক’দিনের টানা বর্ষণে জেলার শহর ও নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে করে জলাবদ্ধতার দুর্ভোগে পড়ে শহরবাসী।

সারাদিন ভারী বর্ষণের কারণে শহরের নাজিরপাড়া, বিষ্ণুদী মাদ্রাসা রোড, তালতলা কুমিলা রোড, পালপাড়া, আদালতপাড়া, রহমতপুর কলোনী, ব্যাংক কলোনী, পালবাজার, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ট্রাক রোড, গুণরাজদী, প্রফেসরপাড়া, আলিমপাড়া, প্রতাপ সাহা রোড, চেয়ারম্যানঘাট, সরকারি কলেজ গেইট, এছাড়াও পুরাণবাজারের ঘোষপাড়া, মধ্যশ্রীরামদী, নিতাইগঞ্জ রোড়, পূর্ব শ্রীরামদীসহ নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এদিকে জোয়ার-ভাটার পানির মত ড্রেনেজ দিয়ে যে পানি সরে যায়, বিকেলে ঠিক সেই স্থান দিয়েই পানি প্রবেশ করে। এতে করে পানি সরছে কোনো এলাকা থেকে অন্যদিকে এলাকার নিচু স্থান যায়গার মসজিদগুলোতে বৃষ্টির পানি প্রবেশ করায় মুসল্লিরা পড়েছেন বিপাকে।

শহরের নাজিরপাড়া এলাকার দুু’টি মসজিদের মধ্যে এলাহী মসজিদ ও কলেজ মসজিদের দুটিতেই বৃষ্টির পানি আটকে রয়েছে। কলেজ মসজিদে নামাজ আদায় হচ্ছে বিপণীবাগ পৌর মার্কেটে, অন্যদিকে এলাহী জামে মসজিদের নামাজ আদায় হচ্ছে তার দ্বিতীয় তলায়।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ২৭ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৬:১১ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share