আবহাওয়া

টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে।

২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছে এই জনপদের মানুষ। পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

পঞ্চগড় সদর উপজেলার নির্মাণশ্রমিক ওসমান আলী বলেন, কয়েক দিন আগে রাত-দিন সমান ঠান্ডা ছিল। তখন কাজ করা যাচ্ছিল না। সহকারীও পাচ্ছিলেন না। তবে এখন রাতে বেশি ঠান্ডা লাগলেও দিনের বেলা রোদ থাকায় কাজে তেমন সমস্যা হয় না। দুপুরের পর থেকেই ঠান্ডা বাতাস লাগতে শুরু করছে বলে তিনি জানান।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহের তীব্রতা কমে মৃদু শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে। কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় আকাশে মেঘ আর কুয়াশা কমে গিয়ে উত্তরের বাতাস থাকলেও ঝলমলে রোদের দেখা মিলছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের হিমবায়ুর কারণে রাতে তাপমাত্রা কমে গেলেও দিনে সূর্যের তাপে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যের সৃষ্টি হচ্ছে। ২৫ ডিসেম্বরের পর এই এলাকায় আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

আবহাওয়া ডেস্ক,২৪ ডিসেম্বর ২০২০

Share