সারাদেশ

টানা ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর!

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শনিবার (১০ সেপ্টম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) পর্যন্ত টানা সাতদিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

এসময় আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় শনিবার (১৭ সেপ্টম্বর) থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

এছাড়া বন্ধের সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share