দক্ষিণ আফ্রিকার এক স্থানীয় হাকিম অঢেল সম্পদের মালিক হওয়ার পর চলাফেরা করেন টাকার পোশাক পরে। চলাফেরার সময় তার সারা শরীরজুড়ে থাকে টাকার নোট। আর এ টাকা পাহারা দেয়ার জন্য ব্যক্তিগত ক’জন বডিগার্ডও নিয়োজিত আছে। দক্ষিণ আফ্রিকার এ নাগরিক মাইকেলকে এখন ‘সম্পদ পরিহিত শরীর’ নাম দেয়া হয়েছে।
মাইকেলের সম্পদ উপার্জনের গল্পটা একটু ভিন্ন। তিনি দাবি করেছেন, তিন বছর আগে তিনি স্বপ্নে এক বৃদ্ধের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন। এভাবেই তিনি সম্পদের মালিক হয়ে উঠেন।
তিনি বলেন, তার ১২ বছর বয়সেই একজন বৃদ্ধ স্বপ্নে তাকে বলে দেন অমুক গাছের অমুক পাতায় মানুষের রোগ আরোগ্য হওয়ার ঔষধ। কিন্তু বালক মাইকেল বিষয়টির কোনো গুরুত্ব দেননি। ২০১১ সালের শেষ দিকে মাইকেল আবারও এ স্বপ্ন দেখেন। আর পিছু হটতে হয়নি মাইকেলকে। স্বপ্নে পাওয়া ঔষুধ দিয়ে মানুষের চিকিৎসা শুরু করেন।
সম্পদের পাহাড় গড়ার পরই মাইকেল টাকার পোশাক পরে চলাফেরা শুরু করেন। আফ্রিকার বড় বড় অনুষ্ঠানেও মাইকেল একই পোশাক পরে যান। একবার জানাযার অনুষ্ঠানে এমন পোশাক পরে যাওয়ার কারণে সমালোচিত হয়েছিলেন। (এক্সপ্রেস নিউজ)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬ রোববার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur