ফরিদগঞ্জ

‘টাকাওয়ালাদের কাছে এমপি হওয়া আকাশের চাঁদ, আমার কাছে নয়’

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মো. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, টাকাওয়ালাদের কাছে এমপি হওয়া আকাশের চাঁদ। আমার কাছে এমপি হওয়া আকাশের চাঁদ নয়। এমপি না হয়েও মানুষের কল্যাণে কাজ করা যায়।
ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে তৃণমূল আ’লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, ‘সততার বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^ নেতৃবৃন্দের মধ্যে তৃতীয় স্থান অধিকারী। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মান কাজ দৃশ্যমান হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা এসে বলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
দল থেকে মনোনয়ন প্রত্যাশী এ প্রার্থী আরো বলেন, আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। অতীতে ফরিদগঞ্জে ধানের শীষ মার্কা অনেক এমপি হয়েছে, কিন্তু বড় ধরনের কোন উন্নয়ন হয়নাই। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে ফরিদগঞ্জে বড় বড় ব্রিজ হচ্ছে। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ সরকারি করন হয়েছে, এ আর পাইলট স্কুল সরকারি হচ্ছে। সকল জায়গায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে।

সাবেক এ ছাত্রনেতা বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। সুখে-দু:খে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আমার মরহুম পিতা যেমনিভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন, আমিও কথা দিচ্ছি বাবারমত সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করে যাবো। আগামী দিনে নৌকার বিজয় নিশ্চিতের জন্য কাজ করতে চাই।

উপজেলা আ’লীগের সাবেক নেতা মো. মিন্টু পাটওয়ারীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. মনির হোসেনের পরিচালনায় সভায় বিশেষে অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক মো. আবুল হাসনাত, আ’লীগ নেতা আতিকুর রহমান বাবলু, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামন সবুজ, আব্দুর রজ্জাক কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এড. মো. মাহাবুব আলম, পৌর আ’লীগ নেতা হারুনুর রশিদ পন্ডিত, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক মো. ফিরোজ আলম, যুবলীগ নেতা মো. সাজ্জাদ হোসেন টিটু, এস এম সোহেল, মো. আরিফ পাঠান, মোহাম্মদ আলী সুজন, সাহেদুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ, রাসেল বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহাবুবুর রহমান, আনোয়ার হোসেন রুবেল, আল-আমিন তালুকদার, বাকী বিল্লাহ, ১০নং ইউনিয়ন আ’লীগের জহিরুল ইসলাম ভূইয়া, কাইয়ুম গাজী, ১২নং ইউনিয়ন আ’লীগের সুমন আহম্মেদ, আব্দুর ছাত্তার, ১৪নং ইউনিয়ন যুবলীগের নান্টু গাজী, মেহেদী হাসান বাপ্পী, রাজু পাটওয়ারী, আজিজুর রহমান, আক্তার হোসেন, সালেহ আহম্মদ, আবু রায়হান, নাঈম হোসেন, সাকিল, আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম, সম্পাদক মো. তারেক মিজি, ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ রিমন, টিটু মিজি, আল-আমিন, রিপন মিজি, কাদের শেখ, ইউসুফ মিজি, ই¯্রাফিল, তানভীর, শান্ত প্রমুখ।

আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ

Share