চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত ১২টি দলের ৪টি গ্রুফে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবারের ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেয় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা বনাম রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
খেলায় টাইব্রেকাওে ৫-৪ গোলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে কুমিল্লা জেলা দল সেমিফাইনালে পৌঁছে যায়।
বিকেল সোয়া ৪ টায় নির্ধারিত সময়ে রেফারীর বাঁশির সাথে শুরু হয় উভয় দলের হাড্ডাহাড্ডি উত্তেজনাকর লড়াই। উভয় দলের খেলোয়াররা শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে।
খেলার প্রথমার্ধে কুমিল্লা জেলা দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি ফাঁকা বল পেয়েও গোল করতে সক্ষম হয়নি।
অপরদিকে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ১ম অর্ধে ১টি সুযোগ পেয়ে জটলা থেকে আত্মঘাতি গোল পেয়ে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
খেলা শুরু থেকে উভয় দল কিছুটা স্বাভাবিক খেলা খেলতে থাকে। খেলার শেষ দিকে বা দিকের একটি ক্রস থেকে কুমিল্লা জেলা দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেড করে খেলার সমতা ফিরিয়ে এনে কুমিল্লাকে উজ্জিবিত করে তোলে।
খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে প্রথম ৫টি করে সর্টের মধ্যে কুমিল্লা জেলা ফুটবল দল তাদের ৫টি সর্ট থেকেই গোল করতে সক্ষম হয়। অপরদিকে রাঙ্গামাটি জেলা দলের সর্বশেষ বলটি কুমিল্লা দলের গোলরক্ষক ওছমান ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত টাইব্রেকাওে ৫-৪ গোলে জয় পায় কুমিল্লা।
কুমিল্ল জেলা দলের খেলোয়াররা হলেন : ওসমান, গুমায়ুন, খোকন, জহিরুল, সবুজ, শামীম, ইকবাল, ফয়সাল, সুমন,জুয়েল, ফ্রা্কং, বদলী খেলোয়াড় বাবলূ। কোচ মাসুদ আলম জাহাঙ্গীর ম্যানেজার বাদল খন্দকার। রাঙ্গামাটি দলের খেলোয়াড়রা হলেন, মিথূল মারমা,অমর বড়–য়া, মোঃ হানিফ, সফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, সম্মিতি দেওয়ান,বাইংমং মারমা, কংকন চাকমা, সিরাজুল ইসলাম, সুবল চাকমা, মোঃ রেদওয়ান ও বদলী খেলোয়াড় বরুন দেওয়ান। আজকের ৩য় কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহন করবে কক্সবাজার জেলা দল বনাম বান্দরবাণ জেলা দল।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur