প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা.মো.সায়েদুর রহমান বলেছেন,১২ অক্টোবর রোববার থেকে এক মাসব্যাপি দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড প্রতিরোধ টিকা দেয়া হবে। বৃহস্পতিবার ৯ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে। দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেয়া হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন,এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপি দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেয়া হবে।
এদিকে চাঁদপুরে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” এর আওতায় টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিয়ে জেলা পর্যায়ের পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা তথ্য অফিসার তপন ব্যপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা.মোহাম্মদ নূর আলম দীন।
স্বাগত বক্তব্য রাখেন (ভার্চুয়ালি) গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
আয়োজিত কর্মশালায় জানানো হয়- ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (সরকারি বন্ধের দিন ব্যতীত) ১৮ দিন জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে জেলায় প্রায় ৮ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা।
কর্মশালায় জানানো হয়, ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান নিশ্চিত করা হবে।
টাইফয়েডের ভয়াবহতা রোধে সরকারের এই উদ্যোগকে মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালায় জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
৯ অক্টোবর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur