Home / চাঁদপুর / টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও জরুরি
টিকাদান

টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও জরুরি

চাঁদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে এবং সদর উপজেলার এমওডিসি ডা. শফিকুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাসরিন পারভিন, ডা. রওশবা নাসরিন রুমি ও ডা. বিউটি রাণী সরকার সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকাগন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন তার বক্তব্যে বলেন, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নুর আল দ্বীন বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার বিশেষ গুরুত্ব নিয়ে কাজ করছে। আমাদের দেশের বাস্তবতায় এখনো পানি-বাহিত রোগের মধ্যে টাইফয়েড অন্যতম। এজন্যই এ টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও জরুরি।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২ সেপ্টেম্বর ২০২৫