চলমান এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দলের।
মঙ্গলবার, ১১ অক্টোবর সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় টস হয়নি এখনো পর্যন্ত।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা আজকের ম্যাচে জয় পেলেই কাটবে সেমিফাইনালের টিকিট। যদি কোনক্রমে ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কোয়ালিফাই করবে থাইল্যান্ড।
অথচ এশিয়া কাপে টানা দুই ম্যাচ হেরে আসর শুরু করেছিল দলটি। কিন্তু পরের তিন ম্যাচে জয় তুলে নিয়ে সেমিতে খেলার রাস্তা তৈরি সহজ করে রাখে তারা।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারলেও ভারতের কাছে থাইল্যান্ডের হারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সেমিফাইনালে উঠার সম্ভাবনা। তাই নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে উঠে যাবে টাইগ্রেসরা।
পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা ইতোমধ্যেই নিশ্চিত করেছে সেমিফাইনাল।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur