ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর শিকারে পরিণত হন মোহাম্মদ সাইফ হাসান।
২১ এপ্রিল বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিদ্ধান্ত অনুসারে টাইগারদের পক্ষে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফ হাসান।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলেই টাইগার শিবিরে প্রথম হানা দেন লঙ্কান ফাস্ট বোলার বিশ্ব ফার্নান্দো। বল সাইফ হাসানের প্যাড স্পর্শ করলেও লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন বিশ্ব ফার্নান্দো। রিভিউয়ের সিদ্ধান্তও আসে তার পক্ষেই। মাত্র ৬ বল খেলে শূন্য হাতেই সাজঘরে ফিরে যান সাইফ। দলের সংগ্রহ তখন এক উইকেটের বিনিময়ে ৮ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে ১৫ রান। মাঠে রয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত।
খেলাধুলা ডেস্ক,২১ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur