টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। আগামী ১৬ অক্টোবর ঢাকা পৌঁছাবে দলটি। এরপর ১৯ অক্টোবর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একদিনের একটি প্রস্তুতি ম্যাচে খেলবে দুদল।
২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনু্ষ্ঠিত হবে সিরিজের শেষ দুটি ওয়ানডে।
দিবা-রাত্রির ওয়ানডে সিরিজ শেষে ৩ থেকে ৭ নভেম্বর সিলেট স্টেডিয়ামে শুরু হবে টেস্ট সিরিজ। ১১ থেকে ১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষ হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
নিউজ ডেস্ক;
আপডেট সময়;২:৪৫ পি.এম ২৯ জুলাই২০১৮ ,রোববার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur