Home / খেলাধুলা / টাইগারদের বোলিং পরামর্শক চম্পকা রামানায়েকে
টাইগারদের বোলিং পরামর্শক চম্পকা রামানায়েকে

টাইগারদের বোলিং পরামর্শক চম্পকা রামানায়েকে

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং পরামর্শকের দায়িত্ব নিলেন চম্পকা রামানায়েকে। বিসিবি হাইপারমেন্স ইউনিটের (এইচপি) খেলোয়াড়দের সঙ্গেও কাজ করবেন তিনি।

বুধবার (১৬ আগস্ট) বাংলাদশে দলের সঙ্গে যোগ দেন এ লঙ্কান কোচ। এর আগে ২০০৮ থেকে টানা দুই বছর বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব সামলান চম্পকা রামানায়েকে।

তবে সর্বশেষ শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বাংলাদেশ দলে বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন ক্যারিবিয়ান গ্রেট কোর্টনি ওয়ালশ।

তবে ধারনা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাইরে থাকা বোলাররা যারা দক্ষিণ আফ্রিকা সফরে বিবেচিত হতে পারেন, তাদের নিয়ে কাজ করবেন চম্পকা রামানায়েকে।

১৯৬৫ গালের ৮ জানুয়ারি গালে এলাকায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন চম্পকা রামানায়েকে। ১৯৮৬ থেকে ১৯৯৫ মেয়াদকালে শ্রীলঙ্কা দলের পক্ষে ১৮ টেস্ট ও ৬২টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন।

১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ম্যাককে এলাকায় অবস্থিত রে মিচেল ওভালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র বোলাররূপে বোলিং করার দুর্লভ কীর্তিগাথা রচনা করেন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৬: ৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply